যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, কর্মীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:

 

চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মো. শিমুল গাজী (৩২) নামের এক যুবদলকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত দলের একটি অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মারধরের শিকার হন তিনি। মারধরের পর আহত অবস্থায় শিমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়।

শিমুল গাজীর অভিযোগ, ওই অনুষ্ঠান শেষে ফেরার পথে সমেদয়কাঠি ইউনিয়নের লক্ষণকাঠি কালীর মোড় এলাকায় জাকির খান তাকে মারধর করেন। জাকির খান ঢাকার বাড্ডা থানা যুবদলের সাবেক সহসভাপতি। জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। এরই জের ধরে জাকির তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকির খান। তিনি বলেন, ‘শিমুল গাজী আমাকে নিয়ে ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়েছিলেন। আমি তাকে পেয়ে সে বিষয়ে জিজ্ঞাসা করেছি। তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। তাকে কোনো মারধর করিনি।’

সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, জাকির ও শিমুল দুজনেই বিএনপির সহযোগী সংগঠনের লোক। শুনেছি, জাকির নাকি শিমুলকে ধরে পিটিয়েছেন। এভাবে শিমুলকে মারা ঠিক হয়নি। শিমুল কোনো অপরাধ করে থাকলে তো দেশে আইন আছে।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজেশ শ্যাম সরকার বলেন, শনিবার দুপুরে ভুক্তভোগীর স্বজন থানায় এসেছেন। তারা এখন থানায় আছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।