বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের একই দশা। দুই দলই ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে।

বাংলাদেশ চাইবে গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। এছাড়া পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে পূর্বে বাংলাদেশ ১২ ওয়ানডে খেলেছে। জিততে পারেনি একটিতেও। এবার ওই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নামবেন নাজমুল শান্তরা।

পাকিস্তানও জয়ের জন্য মরিয়া থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক তারা। অথচ ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখে বিদায় হয়ে গেছে পাকিস্তান। দর্শক হয়ে দেখতে হবে আসরের বাকি ম্যাচ। এমনিতেই পাকিস্তান ক্রিকেটে ‘ছি ছি’ গড়ে গেছে। তারওপর কোন ম্যাচেই না জিতলে সমালোচনার তীরে বিদ্ধ হবেন রিজওয়ান-বাবররা।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েও তাই বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি দুই দলের কাছে গুরুত্বপূর্ণ। তবে ওই আগ্রহে পানি ঢালতে পারে বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার দুপুর থেকেই বৃষ্টির জোর শঙ্কা রয়েছে। ম্যাচ শুরুর সময় অর্থাৎ বিকেল তিনটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে।

এর আগে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ওই ম্যাচে টানা বৃষ্টির কারণে টস হয়নি।