ছাত্রসংগঠনের দুই পক্ষের সংঘর্ষে ছাত্র ইউনিয়নের নিন্দা

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠন ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দুই পক্ষের সংঘর্ষকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছে তারা।

এই সংঘাতের নিন্দা জানিয়ে ‘সন্ত্রাস নয়, গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে’ নতুন ছাত্রসংগঠনকে এগিয়ে যাওয়ার আহ্বান জানায় ছাত্রসংগঠনটি। পাশাপাশি সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বুধবার এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। এতে বলা হয়েছে, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম বাংলাদেশের ছাত্র আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নবগঠিত ছাত্রসংগঠনের নেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সবার আকাঙ্ক্ষা ছিল দখলদারি, নৈরাজ্য ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক শিক্ষাপ্রতিষ্ঠান; কিন্তু আমরা দেখছি, এখনও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দখলদারি ও সন্ত্রাস বিরাজ করছে, যার সর্বশেষ উদাহরণ নবগঠিত ছাত্রসংগঠনের দুই পক্ষের মধ্যকার সংঘর্ষ।

ছাত্র ইউনিয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় দখলদারি, সন্ত্রাস ও নৈরাজ্য চায় না জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা নবগঠিত ছাত্রসংগঠনকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে আহ্বান জানাই। একই সঙ্গে নবগঠিত ছাত্রসংগঠন মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করবে, এই প্রত্যাশা করি।