চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে অপহৃত ১ বছর ৩ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. দুলাল মিয়া ও মোরশেদ মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তাদের মধ্যে দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার দুধ মিয়ার ছেলে এবং মোরশেদ মিয়া একই থানা এলাকার ইজ্জত আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি বাকলিয়া থানার বাসুর কলোনি থেকে রাব্বী নামে শিশুটিকে অপহরণ করে দুলাল মিয়া। পরে তিনি মোরশেদ মিয়া কাছে ১ লাখ টাকা দিয়ে শিশুটিকে বিক্রি করে দেন। মোরশেদ মিয়া ৫ কন্যা সন্তানের জনক। ছেলে সন্তান না থাকায় তিনি শিশুটিকে দুলাল মিয়ার কাছ থেকে কিনে নেন।

চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, প্রথমে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসামি মোরশেদকে গ্রেপ্তারের পাশাপাশি বাচ্চাটিকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।