জঙ্গি নেতা শামিন মাহফুজ সস্ত্রীক রিমান্ডে

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৩

নিজস্ব প্রতিবদক:
রাজধানীর ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগে দায়ের করা মামলায় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শীর্ষ জঙ্গি নেতা শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনীন সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৪ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) এসআই মো. সাইফুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর আসামি শামিন মাহফুজের চার দিন এবং নাজনীন সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এর আগে গত ২৩ জুন রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। এ অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর ডেমরা থানায় মামলা করা হয়।