সেরা অভিনেতা অ্যড্রিয়েন ব্রডি, অভিনেত্রী মাইকি ম্যাডিসন

অস্কার ২০২৫

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যড্রিয়েন ব্রডি। দ্য ব্রুটালিস্ট সিনেমায় অভিনয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মাইকি ম্যাডিসন। অনোরা সিনেমায় অভিনয়ের জন্য তাকে এই পুরস্কারে মনোনীত করা হয়।

আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর, সেখানে এ পুরস্কার ঘোষণা করা হয়।

এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিইরিন কালকেইন এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা।

এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।