মানিলন্ডারিং মামলায় জিকে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে রায় পেছালো

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মানিলন্ডারিং আইনের মামলায় বহুল আলোচিত ঠিকাদার জিকে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন পিছিয়েছেন আদালত। আজ রোববার (২৫ জুন) এ মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষ অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. নজরুল ইসলাম রায় ঘোষণার নতুন দিন ধার্য করেন।
মামলার অপর আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর অস্ত্র ও সাত দেহরক্ষীসহ জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র‍্যাব। সেখান থেকে এক কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরের ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র, বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করে র‌্যাব।