
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন।
রোববার রাত সোয়া ৭ টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত যুবক মাদারীপুরের রাজৈড় থানার পশ্চিম রাজৈড় গ্রামের লোকমান ফকিরের ছেলে অদুদ ফকির (২৫)। আহত রিয়াজুল ফকির একই এলাকার বাবুল ফকিরের ছেলে। তারা দুইজন বন্ধু।
এ বিষয়ে হাইওয়ে ভাঙ্গা থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, রাজৈড় থানা থেকে দুই বন্ধু একটি মোটরসাইকেলযোগে ভাঙ্গায় ফিরছিলেন। এসময় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী বটতলা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত কোনো গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন ও আরেকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।
ওসি আরও জানান, আহত যুবক ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। নিহত যুবকের মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।