এমপিওভুক্তির দাবিতে পদযাত্রা, স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের কর্মসূচি

নিজেস্ব প্রতিবেদক:
এমপিওভুক্তির এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সেলিম মিয়া।
আবদুস সালাম পিন্টু বলেন, দেশের সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সময়ের দাবি। শিক্ষার মান উন্নয়ন ও মানবিক কারণে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
নাজিম উদ্দিন আলম বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা পেলেও নন-এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীরা পান না। একই দেশে দুই নীতি চলতে পারে না।
এ সময় আরও বক্তব্য দেন নন-এমপিও মুখ্য সংগঠক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক নাজমুস সাহাদাত আজাদি, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুমিনুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, বাকিবিল্লাহ, আবু বকর, হাবিবুর রহমান বাবুল প্রমুখ।