পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ৬

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট সিটিতে রোববার (২ মার্চ) যাত্রীবাহী এক গাড়িতে অতর্কিত গুলি চালিয়েছে অজ্ঞাত হামলাকারী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানা চাক দিনগা শহরে এই হামলা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পর হামলাকারীরা পালিয়ে গেছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এই হামলা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

জিও নিউজ জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং লাশ হাসপাতালে পাঠায়। নিহতদের বয়স ২৬-৩৫ বছরের মধ্যে। নিহতরা হচ্ছে, জাহিদ নাজিম, জুনাইর, জাভেদ ইকবাল, রুখশার এবং ২৬ বছর বয়সী একজন।

পুলিশ পুরো ওই এলাকা ঘিরে রেখেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ইন্সপেক্টর জেনারেল এই ঘটনা সম্পর্কে অবহিত। তিনি আঞ্চলিক পুলিশ অফিসারের (আরপিও) কাছ থেকে একটি প্রতিবেদন চেয়েছেন।

পাঞ্জাবের আইজি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে।