ডিপিএলের শুরুতেই রান আউট বিতর্ক

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন আসর। উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে ৬ দল। বিকেএসপিতে লড়ছে রূপগঞ্জ টাইগার্স এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে রান আউটের এক ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছেটস হেরে শুরুতে ব্যাট করতে নেমে রূপগঞ্জ ২১৬ রানের সাদামাটা সংগ্রহ দাঁড় করায়। টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়েছে প্রাইম ব্যাংক। স্কোরবোর্ডে ১৬ রান তুলতেই হারিয়ে বসে ৩ উইকেট।

এরপর শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ক্রিজে ছিলেন ইরফান শুক্কুর। তবে ২৩ রানে থাকাকালীন রান আউটের ফাঁদে পড়েন প্রাইম ব্যাংকের এই অধিনায়ক। এমন আউট মেনে নিতে পারছিলেন না শুক্কুর।

বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ছিলেন। এরপর প্রধান কোচ তালহা জুবায়েরকেও দেখা যায় মাঠে। পরে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আম্পায়ারের অনড় অবস্থানের মুখে আউট মেনে নিয়ে ডাগ আউটে ফিরে যান শুক্কুর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে দলীয় ২৬ রান নিয়ে ব্যাট করছে প্রাইম ব্যাংক।