নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গেন্ডারিয়া ও ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকা থেকে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ। এরা হলো- মো. রাব্বি ও মো. লিটন ফকির ওরফে আব্দুল লতিফ। আজ রোববার (২৫ জুন) নিউজ পোস্ট বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন।
তিনি বলেন, গতকাল শনিবার (২৪ জুন) গোপন সংবাদে পুরান ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় মোটরসাইকেল চোরচক্রের সদস্য মো. রাব্বিকে ১টি চোরাই মোটরসাইকেরসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বটতলা এলাকা থেকে মোটরসাইকেল চোর লিটন ফকিরকে ৪টি চোরাই মোটরসাইকেরসহ গ্রেফতার করা হয়। যার কোন বৈধ কাগজ সে দেখাতে পারেনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে। আজ দুপুরের দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উদ্ধারকৃত মোটরসাইকেলের বর্ণনাঃ
১। একটি কালো-নীল রংয়ের নাম্বার প্লেবিহীন ১৫০ সিসির পালসার মোটরসাইকেল যাহার, চেসিস নং MD2A11CZOGWG88443, ইঞ্জিন নং-DHZWG51076
২। নাম্বার প্লেট বিহীন লাল রংয়ের গধযরহফৎধ ১০০ সিসির মোটরাইকে যাহার, চেসিস নং MCDKG1814H1E01440 (1E সংখ্যা দুইটি অস্পষ্ট), ইঞ্জিন নং-টঞঊ ঐঊ০০০৬৩৩,
৩। নাম্বার প্লেট বিহীন কালো রংয়ের ১৫০ সিসির ডিসকভার মোটরসাইকেল যাহার চেসিস নং- ১০২উঝঔতততঞটঋ৯০২১৪ নাম্বার টেম্পারিং সদৃশ), ইঞ্জিন নং–JZMBPF80455,
৪। নাম্বার প্লেট বিহীন বাজাজ নীল রংয়ের Platina মোটরসাইকেল যাহার, চেসিস নং- MD2A76AY3KWL89217 ইঞ্জিন নং-অস্পষ্ট।
৫। লাল রংয়ের নাম্বার প্লেট বিহীন Runner মোটরসাইকেল যাহার চেসিস নং- BRBVAG201216155* ইঞ্জিন নং-অস্পষ্ট।