চাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫

চাঁদপুর প্রতিনিধি:

 

চাঁদপুর শহরের পুরাণ বাজারে কাভার্ডভ্যান-মটর বাইকের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামে দুই যুবক নিহত হয়েছে। সোমবার (৩ মার্চ) দিনগত রাত আনুমানিক ১০টার দিকে পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মটর বাইকযোগে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে রওয়ানা হয়। ঘটনাস্থলে আসলে দ্রুতগামী বাইকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেছ বাজার এলাকায় এ্যাম্বুলেন্সে নিলয়ের মৃত্যু হয়।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সাথে ইতালি থাকেন। তাদের চাচাত বোনের বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশে এসেছেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের ময়না তদন্ত করেছেন। দুর্ঘটনাকবলিত মটর বাইক কাভার্ড্যভান (ঢাকা-উ-১৪-৩৭৬৫) জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছে এবং হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলপার আটক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।