
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঘড়িয়া গ্রামের মো: জিয়াউর রহমান জিয়ার বাড়ি থেকে গভীর রাতে তিনটি গরু চুরি করে পালিয়ে যায় চোরেরা। এসময় চোর চক্রের ব্যবহৃত একটি ট্রাকে চাপা পড়ে সবু মিয়া নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে মানিকগঞ্জ-দৌলতপুর আঞ্চলিক সড়কে সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম।
জানা গেছে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমান জিয়ার বাড়ি থেকে গভীর রাতে তিনটি গরু চুরি করে পালিয়ে যায় চোরের দল। অপর দিকে তাৎক্ষণিক সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামে তার শশুর বাড়ির লোকজনকে ফোনে খবর পাঠায়। পরে তার শশুর বাড়ির লোকজন মানিকগঞ্জ-দৌলতপুর আঞ্চলিক সড়ক বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামানোর চেষ্টা করেন। এসময় চোরদের ব্যবহৃত ট্রাকটি না থামিয়ে তাদের ওপর দিয়ে চালিয়ে দেয় চালক। এতে ট্রাকে চাপা পড়ে ও বাঁশের আঘাতে সবু মিয়া আহত হলে তাকে এলাকাবাসী উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা নাজমুল ইসলাম বাবুল বলেন, গভীর রাতে আমার চাচাত বোনের বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। এসময় ফোন করে আমাদের জানায়। খবর পেয়ে আমরা আমাদের বাড়ির পাশে রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখি। সাথে সাথে গরু চোরদের ট্রাক আমাদের বাঁশের বেড়া ভেঙে পালিয়ে যায়। এসময় আমার চাচা সবু মিয়া ট্রাকে চাপা পড়েন এবং বাঁশের আঘাতে আহত হন। হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।