চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা আর্জেন্টিনার

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৩

কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবলের রথ উল্টো পথে ছুটছে। প্রীতি ফুটবল ম্যাচে মরক্কো-সেনেগালের বিপক্ষে হেরেছেন ভিনিসিয়াসরা।
ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার জয়যাত্রা ছুটছে দুরন্ত গতিতে। তিন যুগ পর গত বছর কাতার বিশ্বকাপের শিরোপা জয় করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

রোববার (২৫ জুন) দিবাগত রাত তিনটায় প্যারাগুয়ের লুক শহরে অলিম্পিক কমিটি মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলল আকাশি নীলরা।

বিশ্ব ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই বাড়তি উত্তেজনা। শিরোপার লক্ষ্যে খেলতে নেমে ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল যুবারা। আন্দ্রে গোল করে সেলেসাওদের এগিয়ে দেন। প্রথমার্ধে আর্জেন্টিনা চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় আকাশি-নীলরা। আর্জেন্টিনাকে ম্যাচে সমতায় ফেরান বেত্তনি। দুই দল জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণের গতি বাড়ায়। তবে ম্যাচের অন্তিম সময়ে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন তারকা ক্যাসকো। বাকি সময়ে চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি সেলেসাওরা। অন্যদিকে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে আলবিসেলেস্তে যুবারা।