বালু ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, দুই ভাইসহ নিহত ৩

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

মাদারীপুর প্রতিনিধি:

 

মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার(৮ মার্চ) দুপুরে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উন্নত চিকিৎসার জন্যে ইতোমধ্যে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পলাশ সরদার (১৭) কে হাসপাতালে নেওয়ার সময় মারা যায়।

জানা যায়, নিহত দুই ভাই হলেন সাইফুল সরদার (৪০) ও আতাবুর সরদার(৩০)। তারা খোয়াজপুর টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে। এছাড়া পলাশ সরদারও একই এলাকার মুজাম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় মতিনের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলছিল। শনিবার বেলা ১২টার দিকে এই বিরোধের জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় সাইফুল সরদার ও চাচাতো ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল। এই ঘটনায় আহত হয় আরও তিন জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেলে পাঠায়। সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগও করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানিয়েছেন,এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। অভিযান চালিয়ে দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।