চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে রশিদা বেগম (৪৫) নামে এক নারী খুন হয়েছেন। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রশিদা বেগম স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। অভিযুক্ত জামাই হেলাল উদ্দিন ওরফে মানিক একই এলাকার ফরিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী কর্মস্থল চলে যান। এরপর মেয়ের জামাইয়ের সঙ্গে শাশুড়ির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলাল উদ্দিন লোহার রড দিয়ে শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে হেলাল উদ্দিন পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ওয়ারেছ আহমদ চৌধুরী বলেন, ‘মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন হওয়ার খবর পেয়েছি, তবে এলাকায় না থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।’

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।