রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৩

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে আরও ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৬ জুন) নিউজ পোস্ট বিডি ডটকমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৫৮ গ্রাম হেরোইন, ৩৮০৭ পিস ইয়াবা ও ৫৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৮টি মামলা রুজু করা হয়েছে। পৃথক এসব মামলায় গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মো. ফারুক হোসেন।


এদিকে রাজধানীর রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মো. জামাল উদ্দিন। আজ সোমবার (২৬ জুন) নিউজ পোস্ট বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাইউম।
তিনি বলেন, গতকাল রোববার (২৫ জুন) রাতে গোপন সংবাদে হোসেনী দালান এলাকার চাঁন কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি জামালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মো. আবদুল কাইউম।