দিনের পর দিন ধর্ষণ, মুক্তি মেলেনি মায়ের মৃত্যুতেও

রামপুরায় কিশোরীর অভিযোগ

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীর রামপুরায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরা থানায় নেওয়া হয়। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী তার বাবার পাশবিকতার বিষয়ে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

রামপুরা থানার ওসি আতাউর রহমান সমকালকে জানান, রামপুরার পূর্ব হাজীপাড়ার বউবাজারে ভাড়া থাকে ওই কিশোরীর পরিবার। বাবা ও দুই ভাইবোনের সংসার তাদের। শনিবার গভীর রাতে প্রতিবেশীদের একজন হঠাৎ বিষয়টি টের পান। এর পর কিশোরীকে উদ্ধার করতে পুলিশকে খবর দেন। সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করে।

কিশোরীকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি জানান, তার বাবা রিকশাচালক। মাসখানেক আগে তাদের মা মারা যান। মাকে হারানোর তিন দিনের মাথায় পাষণ্ড বাবা মেয়েকে ধর্ষণ করে। এমনকি তার মা যখন বেঁচে ছিলেন, তখনও তাকে একাধিকবার ধর্ষণ করে বাবা। ওসি আতাউর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির তিন সন্তানের মধ্যে একজনের বয়স আড়াই বছর, আরেকজনের পাঁচ বছর। ঘটনার সময় ছোট দুই সন্তান ঘরেই ছিল। ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি। মা বেঁচে না থাকায় পুলিশের এক নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন। একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার ব্যক্তি। তাকে মাদকাসক্ত মনে হয়েছে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বাকে দলবদ্ধ ধর্ষণ
ঢাকায় অন্তঃসত্ত্বাকে আশ্রয় দেওয়ার কথা বলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দু’জন হলো– আশরাফুল ইসলাম ওরফে সিয়াম ও জীত সরকার। এ ঘটনায় গতকাল চারজনের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী। এই মামলার আসামি আশরাফুল ও জীত। অন্য দুই আসামি লিমন ও ইয়াসিন পলাতক। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বছরখানেক আগে ভুক্তভোগী নারী পরিবারের অমতে এক যুবককে বিয়ে করেন। বর্তমানে তিনি সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। ১৫ দিন আগে মনোমালিন্য থেকে স্বামী তাঁকে ঢাকার ভাড়া বাসায় একা রেখে চলে যান। স্বামীর খোঁজ না পেয়ে ওই নারী বাবার বাড়ি চাঁদপুরে ফিরে যান। কিন্তু পরিবারের লোকজন তাঁকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে গত শুক্রবার তিনি চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় ফিরে আসেন। একটি মাজারে ওই রাত যাপন করেন তিনি। শনিবার সন্ধ্যার পর ওই নারী দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় অটোরিকশাচালক আশরাফুল ও জীত তাঁকে আশ্রয় দেওয়ার কথা বলে পানগাঁও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। পরে তারা লিমন ও ইয়াসিনকে সেখানে ডেকে নেয়। রাতে সেখানে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করা হচ্ছিল। ১টার দিকে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আশরাফুল ও জীতকে আটক করেন। লিমন ও ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পলাতক দু’জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জাজিরা পুলিশ ফাঁড়ির ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেন মিয়া জানান, গতকাল আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতক উপজেলায় কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে শনিবার শফিকুর রহমান নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মসজিদের ইমাম ও খতিব।

এ ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়েছে, রমজানের শুরু থেকে ইত্তেহাদুল কোবরা বাংলাদেশের অধীনে কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছিল শফিকুর। ওই কিশোরীর মতো অনেকেই কোরআন শিখতে যাচ্ছিল। গত মঙ্গল ও শনিবার জোহরের নামাজের সময় নিজের কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে শফিকুর। শনিবার বিকেলে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানায়। এর পর ছাতক থানায় মামলা হলে এদিন বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাভারে কলেজছাত্র গ্রেপ্তার

সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়ানোর হুমকির অভিযোগে আয়াতুস সিয়াম নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। সিয়াম সাভার বিনোদবাইদ এলাকার হামিদুল হক সুমনের ছেলে। থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল এসব তথ্য জানিয়েছেন।

এদিকে বগুড়ার শেরপুর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুজন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ধর্ষণের ভিডিও ধারণ করে মেয়েটিকে প্রায়ই ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে আসছিল। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগীর মা শেরপুর থানায় ধর্ষণ মামলা করলে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় সুজনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন তাজুল ইসলাম। সেও মেয়েটিকে ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরের নকলা উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরফে লচা (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার উপজেলার গৌরদ্বার ইউনিয়নে এ ঘটনা ঘটে। নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, শিশুটির বাবা থানায় মামলা করেছেন।

শনিবার বিকেলে একই উপজেলার একটি ইটভাটায় ধর্ষণের শিকার হয়েছে কিশোরী শ্রমিক। এ ঘটনায় পরদিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার বয়স ১৭ বছর। সেও একই ভাটার শ্রমিক। এর আগে শনিবার রাতে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ করেন।

এদিকে কুমিল্লার লালমাই উপজেলায় কুকুর দিয়ে কামড়ানোর ভয় দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে গ্রামে সালিশ বৈঠক আয়োজন করা হয়। শনিবার রাত ১০টায় শিশুটির বাড়িতে ওই সালিশে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন মাতবররা। গভীর রাতে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মুখে ঘটনা শুনে অভিযুক্ত আবাদ উল্লাকে আটক করে। এ ঘটনায় রোববার তার নামে লালমাই থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল মালেক নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। রাতেই শিশুটির বাবা শ্রীপুর থানায় আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা করেন।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সৎমেয়েকে ধর্ষণচেষ্টা ও ভিডিও ধারণের অভিযোগে শামীম নামে একজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, শামীমের বিরুদ্ধে ভুক্তভোগীর মা মামলা করেছেন। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রাতে রাজধানীর মিরপুর-১১ নম্বরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোকন মিয়া নামে এক পাঠাও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শিক্ষক মোজাম্মেল হক মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকালে আদালতে তোলার আগে আদালত চত্বরে মানিককে দেখে সংক্ষুব্ধ লোকজন মারধর করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়া স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রোববার ভুক্তভোগীর মা সীতাকুণ্ড থানায় চারজনের নামে মামলাটি করেন।