
গাইবান্ধা প্রতিনিধি:
ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পেয়েছে রেলপথে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ স্টেশন।
জানা গেছে, রেলপথে ঢাকায় যাতায়াতে এলাকাবাসীর প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে আজ সোমবার থেকে মহিমাগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নতুন সূচি অনুযায়ী, প্রতি মঙ্গলবার ঢাকামুখী ডাউন ও বুধবার বুড়িমারীমুখী আপ ট্রেন দুটি বন্ধ থাকবে। অন্যান্য দিন বিকাল ৩টা ৪৫ মিনিটে বুড়িমারীমুখী আপ ও রাত ১টা ৩০ মিনিটে ঢাকামুখী ডাউন বুড়িমারী এক্সপ্রেস ট্রেন মহিমাগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি দেবে।
যাত্রাবিরতির খবর শুনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।