
ক্রীড়া ডেস্ক:
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক রোহিত শর্মার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে ভারতীয় অধিনায়ক সরাসরি জানিয়ে দেন, আপাতত তার কোনো পরিকল্পনা নেই। সব কিছু চলবে আগের মতোই। প্রশ্নের আসল উদ্দেশ্য বুঝতে পেরে এরপর হেসে রোহিত স্পষ্ট করে বলেন, ‘এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না।’
৩৭ বছর বয়স পেরিয়েছেন রোহিত শর্মা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তার বয়স হবে ৩৯। এমন পরিস্থিতিতে তার ফিটনেস, তরুণদের উত্থান ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক। অনেকেই ধরে নিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর হয়তো ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন রোহিত। কিন্তু তিনি সব গুঞ্জন উড়িয়ে দিয়ে জানালেন, এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, ‘আরেকটা বিষয় পরিষ্কার করে বলি, আমি ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না। যেন কেউ ভুল বুঝতে না পারে বা নতুন কোনো গুজব না ছড়ায়, তাই নিজেই এটা নিশ্চিত করলাম।’
রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন রোহিত শর্মা। যদিও পুরো আসরে খুব একটা আলো ছড়াতে পারেননি, তবে ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে ৮৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
এই জয়ের মধ্য দিয়ে রোহিত শর্মা এক অনন্য কীর্তি গড়েছেন। তিনি একমাত্র অধিনায়ক, যিনি আইসিসির চারটি ভিন্ন আসরে দলকে ফাইনালে তুলেছেন, যার মধ্যে দুটিতে জিতেছেন ট্রফি।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছেন রোহিত। তার মতে, এই পরিসংখ্যানই ভারতের ধারাবাহিকতা প্রমাণ করে।
রোহিত বলেন, ‘এই দলের অধিনায়কত্ব করতে পেরে আমি গর্বিত। চারটি আসরে ফাইনাল খেলা সত্যিই অসাধারণ। এটা আমাদের ধারাবাহিকতা প্রমাণ করে।’