
নিজেস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোংলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মালেক ফকির (৪৫) নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এর আগেও নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে ছিল এই ব্যক্তি।
মামলার বরাত দিয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, মোংলা পৌর শহরে শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাঁচ বছরের শিশুটি তার মামার বাসার সামনে খেলছিল।
এ সময় চকলেটের প্রলোভন দেখিয়ে শামছু ফকিরের ছেলে মালেক ফকির শিশুটিকে বাসায় ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করলে শিশুর কান্নায় আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।
ওসি আনিসুর রহমান আরও বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মামা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় রবিবার (৯ মার্চ) মামলা করেছেন। আসামি মালেক ফকিরকে দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চলছে।