হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আবু নোমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আকতার, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, হাটাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার, বিশিষ্ট সমাজসেবক আবুল হাসেম, এবি পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক ন ম জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা একরাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম মোর্শেদ, জাগৃতির সভাপতি মো. ওসমান, রাউজান প্রেস ক্লাবের সভাপতি বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, খেলাফত মজলিশ উপজেলা শাখার সভাপতি ওজাইর আহমদ হামিদি, গণঅধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি মো. শোয়েব, বিএনপি নেতা আলমগীর ভুট্টো, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাভেল, শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. হাফিজুর রহমান, উপজেলা মেম্বার সমিতির সভাপতি জিয়া হায়দার, পৌরসভা ছাত্র সেনার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রুবেল, হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।

পরে দোয়া পরিচালনা করেন সেপাতুলি জামেয়া গাউছিয়া মুনিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নিজামী।