
পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নে এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
প্রতিপক্ষের দুবৃর্ত্তরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের বড় ভাই আশরাফসহ আরও দুই জন আহত হয়েছেন।
নিহত ৫০ বছর বয়সী আমিরুল ইসলাম বাগপুর গ্রামের লুয়াই হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৮ টার দিকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের দুবৃর্ত্তরা যুবলীগ নেতা আমিরুল ইসলামের ভাই আশরাফকে মারপিট করে। সেই সময় যুবলীগ নেতা ও এলাকাবাসী দুবৃর্ত্তদের ধাওয়া করলে ক্ষেতুপাড়া বাজার থেকে ১ কিলোমিটার দুরে চক পাটকর মোড়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এই সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ নেতা আমিরুল ইসলাম আহত হয়। পরবরতিতে স্বজনরা তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমিরুলকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। মানুষের মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী ও নিহত ব্যক্তি উভয়ই একই রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাদের মধ্যে রাজনৈতিক কোনো বিরোধ ছিল না। ময়নাতদন্তর জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।