
ডেস্ক রিপোর্ট:
তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। যদিও তার কাছে বৈধ ভিসা ও অন্যান্য কাগজপত্র ছিল।
মঙ্গলবার জানা গেছে, ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁকে আটকান ইমিগ্রেশনের কর্মকর্তারা। তারা তাঁর বিরুদ্ধে ‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগ তোলেন। এ ছাড়া তারা তাঁর কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে ঠিক কোন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেটি স্পষ্ট নয়।
‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগ তোলার পর লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তখনই তাঁকে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ডন।