মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার নারীসহ মাদক সেবনের ছবি ভাইরাল

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:

 

পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকারের এক নারীর সঙ্গে মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ছবিতে দেখা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি রুমে খাটের ওপরে বসে নিজে খালি গায়ে ও খোলামেলা পোশাকের এক নারীর সঙ্গে বসে মাদক সেবন করছেন।

এ বিষয়ে জানতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা বাবুল সরকারের মোবাইলফোনে একাধিকবার কল করলে তিনি সংযোগ কেটে দেন। খুদে বার্তা পাঠালেও বাবুল জবাব দেননি। এমনকি তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বলেন, ‘আপনারা যেমনটি দেখেছেন, আমরাও তেমনই দেখেছি। উনি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’