নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

 

সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যর্থ দাবি করে নারায়ণগঞ্জে অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ-বিরোধী এক সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়।
‘ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ’ এক নাগরিক প্ল্যাটফর্ম এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘যখন শিক্ষার্থীরা ধর্ষকের বিচার চেয়ে আন্দোলন করছে, বাংলাদেশ থেকে ধর্ষণ নামক শব্দের নিষ্পত্তি চেয়ে নিজেদের নিরাপত্তার দাবি জানাচ্ছে তখন পুলিশ বাহিনী তাদের যাত্রার উপর হামলা চালায়। অসংখ্য শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ হামলার মধ্য দিয়ে খোদ প্রশাসন ধর্ষণের পক্ষে অবস্থান নিয়েছে বলে মনে করি। সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান আন্দোলনকারীরা।’

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন নারী সংহতি আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব পপি রানী সরকার, জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানা শাখার সদস্য দিলশাদ আফরিন, আবৃতি শিল্পী শ্বাশতী পাল, শিল্পী সুমনা আক্তার, সরকারি তোলারাম কলেজের ছাত্রী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের ছাত্রী মৌমিতা নূর।