নসিমন-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

পাবনা প্রতিনিধি:

 

পাবনার সাঁথিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার বিকেল তিনটার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া মোল্লাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও চার যাত্রী।

নিহতরা হলেন- পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের কৈজুরি গ্রামের আজিজুল হক (৪০) ও তার ছেলে আবু হুরায়রা (৩)। আহতরা হলেন- নিহত আজিজুল হকের স্ত্রী তাসলিমা খাতুন (২৫), পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মৃত ছগির উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৮), চকলক্ষীপুর ভাঙ্গাবাড়িয়া গ্রামের হাফসা খাতুন (১৭) ও আতাইকুলা থানার আলম শেখের ছেলে আকাশ (৩০)।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।

নিহতদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল তিনটার দিকে সাঁথিয়া থেকে যাত্রী বোঝাই একটি সিএনজি চালিত অটোরিকশা মাধপুরে যাচ্ছিল। এসময় সিএনজি চালিত অটোরিকশাটি নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া এলাকায় পৌঁছালে মাধপুর থেকে ছেড়ে আসা সাঁথিয়াগামী শ্যালো ইঞ্জিলচালিত নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার ছয় যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুল হক ও তার ছেলে আবু হুরায়রাকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নসিমনটি জব্দ করা হয়েছে, কবে চালক পলাতক।