প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

বন্যা আক্তার:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের তৃতীয় ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে বিভাগের সাবেক শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, অনেক দিন পর পুরোনো বন্ধুদের একসঙ্গে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অনেক পুরোনো মুখ দেখতে পেয়ে আমার মনে হচ্ছে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনেই ফিরে গিয়েছি।এ বছরের ইফতার মাহফিল ও গেট টুগেদার প্রসঙ্গে বিভাগের সাবেক শিক্ষার্থী জোবায়ের আহমেদ বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমরা এ পুনর্মিলনী ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। ফ্রেন্ডস ফরএভার বা বন্ধুত্ব চিরদিন- এ প্রতিপাদ্যকে মনে প্রাণে ধারণ করে আমরা প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করি।

এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি। এ অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।