দিরাইয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক কিশোরীকে অটোরিকশায় তুলে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে দিরাই-মদনপির সড়কে এই ঘটনা ঘটে।

এদিকে শুক্রবার(১৪ মার্চ) বিকালে ঘটনায় ব্যবহৃত সিএনজি ও তার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন- উপজেলার জকিনগর গ্রামের দুই চালক ইমন খান (২৫), মিঠু মিয়া (২৬) ।

স্থানীয় সূত্রে জানা যায়, অটো রিকশায় তুলে ভুল পথে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে মেয়েটি অটোরিকশা থকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করে। এসময় মেয়েটির হাত ও কপালে গুরুতর জখম হয়। মেয়েটি সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। ভুক্তভোগী কিশোরী বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি জানায়, বৃহস্পতিবার দুপুরে কাপড়চোপড় কেনার জন্য তারা তিনজন দিরাই পৌর শহরে আসে। অন্য দুইজনের কেনাকাটা শেষ হওয়ায় তারা আগেই চলে যায়। তবে মেয়েটি রাত ৮ টার দিকে কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার জন্য সময় দিরাই বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় ওঠে। এ সময় আরও দুই যুবক অটো রিকশার দুই দিক থেকে উঠে । চালক অটোরিকশা চালিয়ে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পরই মেয়েটি দেখে অটোরিকশা ভুল পথে নিয়ে যাচ্ছে। সেই সময় অটোরিকশা থামাতে বলে চালককে। এই কথা বলার পরই পাশে থাকা দুইজন তাকে জাপটে মুখ চেপে ধরে এবং মুঠোফোন কেড়ে নেয়। তখন মেয়েটি তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে অটোরিকশা পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় আসে। ওই সময় জোরে ধাক্কা দিয়ে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে মেয়েটি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়।

মেয়েটির বাবা জানান, রাত নয়টার দিকে এক আত্মীয় ফোন করে মেয়েকে দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় আহত অবস্থায় সড়কের পাশে পাওয়ার বিষয়টি জানান। তাকে স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে, আমরা রাত ১১টায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এটি স্পর্শকাতর বিষয়। আমরা গুরত্বের সঙ্গে দেখছি। অটোরিক্সাসহ ঘটনায় জড়িত অভিযুক্তদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।