
বিনোদন ডেস্ক:
আসছে ঈদে ছোটপর্দায় আরেকটি ভিন্ন রকম গল্পে দেখা যাবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। যেখানে তিনি অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতীকন্যার চরিত্রে। তাঁর এই চরিত্রটি থাকছে ‘শেষটা তুমি’ নামের একক নাটকে। চিত্রনাট্য লেখার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এতে স্পর্শিয়ার বিপরীতে আছেন অভিনেতা মুশফিক ফারহান ও মীর রাব্বী। তারা অভিনয় করেছেন গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা রনি ও রাজীব নামের দুই ভাইয়ের চরিত্রে। মূলত এই দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে তৈরি হওয়া নানা জটিলতা নিয়েই নাটকের গল্প। আসছে ঈদে নাটকটি সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার কথায়, ‘শেষটা তুমি’ একই সঙ্গে সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প; যার বিভিন্ন ধাপে অনেক উত্থান-পতন চোখে পড়বে। গল্প, চরিত্র, নির্মাণ সবকিছু মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
এদিকে অন্য তারকাদের তুলনায় ছোটপর্দায় নিজের উপস্থিতি কম হওয়া নিয়ে স্পর্শিয়া জানান, বাছাই করে কাজ করেন বলেই টিভি পর্দায় তাঁর উপস্থিতি কিছুটা কম। তবে আসছে ঈদে তাঁকে বেশ কিছু ভিন্নধাঁচের নাটকে দেখা যাবে।