এক কর্মকর্তার বদলি ঠেকাতে এবার খামারবাড়ির ডিজির অপসারণ দাবি

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলি ঠেকাতে মহাপরিচালকের (ডিজি) অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন কর্মকর্তা। কৃষি উপদেষ্টা ও সচিবেরও সমালোচনা করেছেন তারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলমের অপসারণ দাবি করেন। তবে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ছাড়া শীর্ষ অনেক নেতা উপস্থিত ছিলেন না।

লিখিত বক্তব্যে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এবং ডিএইর হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) রেজাউল ইসলাম মুকুল অভিযোগ করেন, কৃষি মন্ত্রণালয় নিয়মবহির্ভূতভাবে অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কর্মকর্তাদের বদলি করছে এবং এতে প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। উপপরিচালক মাহবুবুর রশীদকে বদলির ইস্যুতে তিনি আরও বলেন, এ বদলিতে আমরা মর্মাহত। আমাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ডিজির অপসারণ দাবি করছি।

এর আগে বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পরপরই মাহবুবুর রশীদের অনুসারীরা খামারবাড়িতে উত্তেজনা তৈরি করেন। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বের হতে বাধা দেওয়া হয়। বিকেলে ১৫-২০ কর্মকর্তা ও বহিরাগত কিছু ব্যক্তি নতুন দায়িত্বপ্রাপ্ত ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক মুরাদুল হাসানের কক্ষে ঢুকে তাঁকে হুমকি দেন।