
ক্রীড়া ডেস্ক :
হতে পারে স্কুল ক্রিকেট। তবু দেশের ক্রিকেটে প্রথমবার কোনো ব্যক্তিগত ইনিংসে ৪০০ রান! এমন একটা ইনিংসের পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন মুস্তাকিম হাওলাদার। ঢাকায় বড় হলেও মুস্তাকিম হাওলাদারের পৈত্রিক ভিটা বরিশালে। বর্তমানে বাবা-মায়ের সঙ্গে থাকেন ঢাকায়। নবম শ্রেণীতে পড়ুয়া ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের এই শিক্ষার্থী দেশের স্বীকৃত ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন।সেন্ট গ্রেগরিস স্কুলের বিপক্ষে ৫০ চার ও ২২ ছক্কায় তিনি ৪০৪ রানের অপরাজিত এক অতিমানবীয় ইনিংস খেলেছেন মুস্তাকিম। যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেও প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে। সাদ অবশ্য পেয়েছেন ৪ উইকেটের দেখা।