
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ঋণগ্রহীতার ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বসতঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডারের বাড়ী ও কর মিয়ারো বাড়ীতে অবস্থিত জড়িতদের বসতঘরে ভাংচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ মানিক ও ঘাতক মো. রাসেল উভয় মাদক কারবারির সাথে জড়িত ছিল।
স্থানীয়রা জানায়, নিহত মানিক স্থানীয় মো. রাসেল নামের এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পাওনা রয়েছে। এনিয়ে সোমবার (১৭ মার্চ) দুজনের মধ্যে তর্কাতর্কি হলে একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। স্থানীয়রা আহত অবস্থায় মানিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মানিকের মৃত্যু হয়।
এরপর মঙ্গলবার(১৮ মার্চ) সন্ধ্যা ৭টার পর জানাজা নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে মোহাম্মদ মানিকের খুনের ঘটনায় জড়িত আসামি মো. রাসেল, মো. নয়ন এর বসতঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।
আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানায়, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানায়, ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।