বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ। চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর ফিল সিমন্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটারের মেয়াদ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এবার তাকে রেখে দেওয়া হবে নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে সে সিদ্ধান্ত আসতে পারে আজকের বোর্ড সভায়।

সোমবার (২৪ মার্চ) বিসিবির কার্যনির্বাহী কমিটির ১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত থাকবেন পরিচালকবৃন্দ।

প্রধান কোচের পাশাপাশি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মেয়াদও শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। বোর্ড সভায় কোচিং স্টাফ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নিয়েও সিদ্ধান্ত আসতে পারে, কারণ এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত।

ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন লিটন দাস। পাশাপাশি কোচ হিসেবে ফিল সিমন্সকে রেখে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সহকারী কোচ সালাউদ্দিনকেও পুনরায় রাখার বিষয়ে বিসিবি ইতিবাচক। সম্প্রতি অবসর নেওয়া মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর বিষয়টিও বোর্ড সভায় আলোচনায় আসতে পারে।

এছাড়া সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার সূচিতে রয়েছে। এর মধ্যে রয়েছে তিন ফরম্যাটে ম্যাচ ফি বৃদ্ধির সম্ভাব্য ঘোষণা, পূর্বাচল স্টেডিয়াম প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান ‘পপুলাস’-এর বিষয়ে সিদ্ধান্ত, বিপিএলের টিকিটের আয় ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ভাগাভাগি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে বেতন বৈষম্য দূর করার আলোচনা।