বাংলাদেশ ব্যাংক থেকে রেপোতে টাকা ধার করার মেয়াদ সীমিত হলো

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

সেলিনা আক্তার:

 

বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টাকা ধার করার সুযোগ রয়েছে। তবে রেপোতে টাকা ধার করার মেয়াদ সীমিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী এপ্রিল মাসের ১০ তারিখের পর থেকে ২৮ দিনমেয়াদি রেপো নিলাম থাকছে না। বর্তমানে তিন মেয়াদে রেপো নিলাম হচ্ছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। তা দেশের সব তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আন্তঃ ব্যাংক মুদ্রাবাজারের কার্যক্রম আরও গতিশীল করা এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে আগে জারি করা সার্কুলারের কিছুটা সংশোধন করা হলো। সংশোধন অনুযায়ী, বর্তমানে প্রচলিত সাত দিন, ১৪ দিন এবং ২৮ দিনমেয়াদি রেপো নিলামের পরিবর্তে আগামী ১০ এপ্রিলের পর থেকে সপ্তাহে এক দিন মঙ্গলবার সাত দিন ও ১৪ দিনমেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মঙ্গলবার ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে এই নিলাম অনুষ্ঠিত হবে।