লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করেন হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাজ্যের লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে। লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে স্থানীয় সময় রোববার ঈদের নামাজ আদায় করেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে হাছান মাহমুদকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি দেশে নেই— এমন গুঞ্জন ছিল। এই গুঞ্জনের মধ্যেই লন্ডনে দেখা গেল তাকে। ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি- এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাছান মাহমুদকে। আরেক ছবিতে তাকে দেখা যায় স্থানীয় কয়েকজনের সঙ্গে।

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে হাছান মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।