প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরায় ৯ লাখ টাকা জরিমানা মরিনহোর

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ফুটবলে বদরাগী কোচ হিসেবে বেশ পরিচিত হোসে মরিনহো। তুরস্কের ক্লাব ফেনেরবাখে যোগ দেওয়ার পর থেকে নানা রকম বিতর্কে জড়িয়েছেন তিনি। বাষট্টি বছর বয়সেও সেই বদরাগী মেজাজ ধরে রেখেছেন পর্তুগিজ এই কোচ। ম্যাচ হেরে প্রতিপক্ষ দলের কোচের নাক চেপে ধরেন মরিনহো।

বুধবার (২ এপ্রিল) তুর্কি কাপের কোয়ার্টার-ফাইনালে ফেনেরবাখের প্রতিপক্ষ ছিল গালতাসারে। ইস্তাম্বুল ডার্বিখ্যাত সেই হাইভোল্টেজ ম্যাচ ২-১ হেরে প্রতিপক্ষ দলের কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মরিনহো।

শুধু তাই নয়, গালতাসারের কোচ ওকান বুরুকের নাকে দুই আঙুল দিয়ে চেপে ধরেন মরিনহো। এ ঘটনায় শাস্তি পেতে হয়েছে পর্তুগিজ এই কোচকে।

মরিনহোকে ৩ ম্যাচ নিষিদ্ধ করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। এছাড়াও ২ লাখ ৯২ হাজার ৫০০ লিরা (তুরস্কের মুদ্রা) জরিমানা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৩২ হাজার টাকা।

ওকান বুরুকের নাক টিপে ধরাকে মরিনহোর অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে বিবেচনা করে তুরস্ক ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘হোসে মরিনহো পরবর্তী তিন প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও টাচলাইনে থাকতে পারবেন না।’