খুলনার জাতিসংঘ পার্কে সন্ত্রাসী হামলায় আহত কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

খুলনা প্রতিনিধি:

 

খুলনায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কিশোর পলাশের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার রাতে খুলনা নগরীর শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কের ঈদ মেলায় ধারালো অস্ত্রদিয়ে পলাশকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

নিহত পলাশ খুলনা সদর থানার মতলেবের মোড় এলাকার মো. আব্দুল হামিদ খানের ছেলে। তার বয়স ১৭ বছর।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, পলাশ নগরীর মতলেবের মোড় এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। শনিবার রাতে জাতিসংঘ শিশুপার্কের ভেতর প্রতিপক্ষের সঙ্গে পলাশের কথা কাটাকাটি হয়। এর জের হিসেবে রোববার রাত ৯টার দিকে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে পলাশের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পেট কেটে পলাশের নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার অস্ত্রপ্রচার করেন চিকিৎসকরা। কিন্তু অবস্থার উন্নতি হয়নি।‌ সকালে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, হামলাকারীদের গ্ৰেপ্তারে রাত থেকেই অভিযান শুরু হয়েছে। লাশ‌ দাফনের পর মামলা হবে।