
নিজেস্ব প্রতিবেদক:
দেশের তিনটি বিভাগ ও ছয়টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বইছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এরই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের পাশাপাশি একটি নতুন লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এতে দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এদিকে তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে এবং এটি অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।