গাজা নিয়ে তারকাদের উদ্বেগ

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

গাজার মানুষদের জন্য হৃদয় কাঁদছে সর্বশ্রেণীর মানুষের। ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের এমন গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ইসরায়েলের এমন বর্বরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও সরব রয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রোববার (৬ এপ্রিল) বিকেলে নিজের ফ্রি প্যালেস্টাইন স্যুটের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব?’ সিয়াম আরও লেখেন, ‘ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরকেই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারব না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে? এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এলো, তার দায় কি এই পৃথিবী নেবে না?’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক পেজে দক্ষিণ গাজার বেশকিছু ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।’

এরপর বিশ্বনেতাদের কাছে প্রশ্ন রেখে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রুক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।’

চিত্রনায়িকা তমা মির্জা গাজায় ইসরায়েলি হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদত-এর চিত্র!’

শুধু সিয়াম, তমা, জয়া আহসান নয়, গাজাবাসীর জন্য ফেসবুকে আওয়াজ তুলেছেন শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা