
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানারসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন এক ভুক্তভোগী। এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকে আসামি করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) শেরপুরের সি আর আমলি আদালতে এ মামলা করেন মোহাম্মদ গোলাপ হোসেন নামে এক ব্যক্তি। আদালত মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ১৩ জুন নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু বাদী গোলাপ হোসেন কিনে নেন। তৎকালীন নালিতাবাড়ী নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সেই বালু বাদীর কাছে বুঝিয়ে দিতে তালবাহানা শুরু করেন এবং এক পর্যায়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। এমতাবস্থায় বাদী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সুরাহা পাননি। পরে নির্বাহী কর্মকর্তা বদলি হয়ে জামালপুরের বকশীগঞ্জে চলে যান। এরপর নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান সেই মাসুদ রানার যোগসাজশে বালু বাদীকে বুঝিয়ে না দিয়ে বিক্রি করে দেন।
বাদী পক্ষের আইনজীবি জাহিদুল হক আধার জানান, মামলার বাদী আসামিদের দ্বারা হয়রানির শিকার হয়ে আদালতে মামলা করেছেন। আশা করি বিজ্ঞ আদালতের মাধ্যমে মামলার বাদী ন্যায় বিচার পাবে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বকশীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাসুদ রানা। তিনি বলেন, মামলার বাদীর অভিযোগ সত্য নয়। মিথ্যা ঘটনা সাজিয়ে বাদী গোলাপ হোসেন আদালতে মামলা করেছেন। সঠিক তদন্ত করলে সব কিছু প্রকাশ হবে।