চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় একজন গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ কমিশনার মাহমুদা বেগম বলেন, যেসব প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে চকবাজার থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ হয়।
মিছিল থেকে নগরের জিইসি এলাকায় কেএফসি, পিৎজা হাট, ডোমিনোজ পিৎজা ও বাটাসহ পাঁচটি দোকানে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে একদল লোক। এর মধ্যে দুটি রেস্তোরাঁর বাইরের কাচের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া নগরের লালখানবাজার পুমা, বিরিয়ানি এক্সপ্রেস ও নগরের কাজির দেউড়িতে খোয়াজাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।