জুন মাসের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি ছাত্র অধিকার পরিষদের

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

বন্যা আক্তার:

আগামী মে মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা এবং জুন মাসের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

বিন ইয়ামিন মোল্লা বলেন, অনেক প্রতীক্ষার পর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে একটি টাইমলাইন পেলাম। কিন্তু সেই টাইমলাইনে ডাকসুর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। আমরা চাই মে মাসেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক, একইসঙ্গে ডাকসু নির্বাচন জুন মাসে অনুষ্ঠিত হোক।

তিনি বলেন, আমরা অতীতে দেখেছি ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা হয়েছে নানা ভাবে। বর্তমানে একটি গোষ্ঠী ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। লম্বা সংস্কারের আলাপ দিচ্ছে। আমরা চাই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মৌলিক সংস্কার করুক। যেসব অপরিহার্য সংস্কার সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন করুক।

বিন ইয়ামিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ডাকসুর টাইম লাইন দিতে পেরেছে তার জন্য সাধুবাদ জানাই। তবে ডাকসুর তারিখ অনুল্লিখিত রয়েছে যা দুঃখজনক। আর যারা ডাকসু নির্বাচন বানচাল করতে চায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা তাদের মুখোশ খুলে ফেলব। প্রশাসনের প্রতি অনুরোধ বানচাল করার অপচেষ্টার সামনে আপনারা মাথা নত করবেন না।