পূবালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিবিএ নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সেলিনা আক্তার:
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ (২ জুলাই) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস।
টানা ৫ দিন ঈদের ছুটি কাটিয়ে আজ অফিসে যোগ দিয়েছেন পূবালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। অফিসে যোগদান করে পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কার্য-নির্বাহী পরিষদের সভাপতি জনাব রাশিদুল ইসলাম ও সেক্রেটারী জেনারেল জনাব মোঃ সাইফুল ইসলাম কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সংগঠনের নেতারা পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক( ব্যাবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ ইছা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহাদাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ এনায়েত মঞ্জু, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আনিসুজ্জামান,
উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহা নাওয়াজ খান, মহা-ব্যবস্থাপক ও সিএপও জনাব লিটন মিয়া, মহা-ব্যবস্থাপক জনাব মনজুর রহমানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আবু সাইদ, সহকারী সেক্রেটারী মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বেলাল।
হেড অফিস কমিটির সহ-সভাপতি মোঃ জলিল মিয়া, সহ সভাপতি জনাব মোঃ জুলহাস মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, হেড অফিস কমিটির নেতা,
ওমর খইয়োম, মোঃ মামুন, আবদুর রহমান, মোঃ এনাম, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সভাপতি মোঃ রেজাউল করিম,
সহ সভাপতি আকবর হোসেন, অর্থ সম্পাদক মোঃ খায়রুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।