পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীর বনানীতে তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনা জেলার তেরখাদার মাহবুবুর রহমানের ছেলে আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহ জেলার নান্দাইলের লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) ও জামালপুর জেলার সরিষাবাড়ির সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি (১৯)। তারা তিনজনই রাজধানীর বনানী এলাকায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালী ওয়ারলেছ গেটসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার সময় আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এছাড়া সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দেখা গেছে।

উল্লেখ্য, আসামিরা মামলার এজাহার নামীয় ও ঘটনার সঙ্গে জড়িত বলে শিকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।