নার্সিং কোর্সকে স্নাতক মর্যাদায় সমমানের দাবি

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাশ যোগ্যতা নিয়ে ভর্তি হওয়ার পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটি সনদের মান স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) কোর্স সনদের সমমান করার দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের কোর্সকে স্নাতক (পাস) বা ডিগ্রি(পাস) কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন। দাবি জানিয়ে গত ২০২৪ সালের ৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এবং ২০ আগস্ট প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকগণ সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি। নার্সিং শিক্ষার উন্নয়ন এর মাধ্যমেই জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব।

নার্সিংয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, আমরা এইচএসসি পাস করে তিন বছর পড়াশোনা করে আবার ৬ মাসের ইন্টার্নশিপ করি, এরপরেও আমাদের শিক্ষাগত যোগ্যতার সনদ এইচএসসি সমমান, এই বৈষম্য দূর হওয়া দরকার। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আশা করছি, আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেবে।