
ডেস্ক রিপোর্ট:
বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালে আরেকটি আলাপচারিতায় ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার তথ্য প্রকাশ করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
এ বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র গত রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলেছে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের স্ত্রী, ভাই ও ব্যক্তিগত আইনজীবী ওই গ্রুপে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রে বার্তা আদান-প্রদানের একটি জনপ্রিয় অ্যাপ সিগন্যাল। সাধারণ মানুষও এ অ্যাপটি ব্যবহার করেন। এমন একটি অরক্ষিত অ্যাপে কেন হেগসেথ ইয়েমেনে হামলার মতো খুবই সংবেদনশীল তথ্য প্রকাশ করেছেন, তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে। অভ্যন্তরীণ তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে পেন্টাগন ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার করেছে। রয়টার্স।