চকবাজারে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় আব্দুল্লাহ(১৩) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি ইসলামবাগ বড় মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থাটাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহর বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার উত্তর কুমিরা গ্রামে। বর্তমানে চালবাজার থানার পূর্ব ইসলামবাগ বিসমিল্লাহ হোটেলের পাশে একটি বাড়ির চারতলায় ভাড়া থাকতেন তিনি।

আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান জানান, আমার দুই ছেলে একজনের বয়স ১৬ বছর আর একজনের বয়স ১৩ বছর। আব্দুল্লা দুপুরে মাদ্রাসা থেকে বাসায় এসে তার মাকে জানায় আমি ঈদে সালামির জমানো টাকা গুনবো তুমি রুমে আসো না। তার মা জানায় আমার সামনে টাকা গুনলে সমস্যা কি পরে তার মা বলে আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ হয়ে গেলে সে দরজা না খোলায় তার মা ডাকাডাকি করে। দরজা না খোলায় দরজার ফাঁক দিয়ে দেখে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আব্দুল্লাহ ঝুলে আছে। প্লাস্টিকের দরজা হওয়ায়, সঙ্গে সঙ্গে ধাক্কা দিলে সেটি ভেঙে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা জানায় আমার ছেলে আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, আমার ছেলে মাদ্রাসায় হেফজ শেষ করে এখন কিতাব খানায় লেখাপড়া করছে। সে মাদ্রাসায় থাকে না রাতে বাসায় ঘুমায় কিন্তু গতকাল রাতে সে মাদ্রাসায় ছিল। তবে কি কারণে আমার ছেলে এই কাজটি করেছে কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানা পুলিশকে জানিয়েছি।