
ক্রীড়া ডেস্ক:
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট চলাকালীন দায়িত্বরত অবস্থায় বিসিবি কর্মকর্তা ইকরাম চৌধুরী মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বয়স হয়েছিল ৫০ বছর।
ইকরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি তার মৃত্যুতে শোক জানিয়েছে।